অক্ষর যুক্ত করুন
আমরা যারা জার্মানি অথবা অন্য দেশে থাকি তাদেরকে স্পেশাল অক্ষর লিখতে হয়। উদাহরণস্বরুপ s প্রেস করে রাখলে ß হবে এবং আরো অনেক গুলো অপশন দেখাবে। o প্রেস করলে ö এবং আরো অনেক অপশন দেখাবে। এন্ড্রয়েড এ দিয়েছেন কিন্তু এখানে দেন নাই। গুগল কিবোর্ড এর মতো। একটু দেখবেন ব্যাপারটা। আরো একটি ফিচার যেটি এন্ড্রয়েড এ আছে কিন্তু আইফোনে নাই সেটি হলো যখন গুগল ট্রান্সলেটে আমি কিছু ট্রান্সলেট করি আমার এন্টার প্রেস করে নিউ লাইন লিখতে হয় এন্ড্রয়েডে শিফট প্রেস করে এন্টার চাপ দিলে কাজ করে কিন্তু আইফোনে করে না। এই ফিচার গুলা এন্ড্রয়েডের মত যোগ করুন ৫ স্টার দিয়ে দিবো। এগুলা খুবই গুরুত্বপূর্ণ।